You are here
Home > বাংলাদেশ > জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আদনান আটক।

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আদনান আটক।

Share

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা জানান, মোক্তাদুল আদনান জেলা বিএনপির কার্যালয়ে বসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করছিলেন। এমন সময় কয়েকজন পুলিশ সদস্য এসে তাকে আটক করে থানায় নিয়ে যান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বেশ কয়েক জন নেতাকর্মীর বিরদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে, এসব মামলা মধ্যে আদনান সম্পৃক্ত আছে কী না তা যাচাই বাছাই করে তাকে গ্রেফতার দেখানো হবে। ।

 

Top