চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬৫ বোতল ফেন্সিডিল ও গাঁজাসহ দুই জন আটক।

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোয়েন্দা শাখা পুলিশের অভিযানে বুধবার ( ৩০ সেপ্টেম্বর ) সকাল ৯ এবং রাত ২ টার সময় শিবগঞ্জ থানার ভিন্ন ভিন্ন জায়গা থেকে ৬৫(সত্তর) বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেন গোয়েন্দা শাখার পুলিশ।
গোয়েন্দা শাখার পুলিশ প্রধান জানান, আমরা খবর পেয়ে শিবগঞ্জ এলাকায় অভিযানে যায়। তারপর শিবগঞ্জ থানার হাদিনগর নদীর পাড়ে এক জনকে সন্দেহভাজন ভাবে প্রাথমিক পর্যায়ে তার গতিবিধি লক্ষ্য করে আমরা অভিযান শুরু করি। সেই সময় সে ব্যক্তি পালানোর চেষ্টা করলে আমাদের গোয়েন্দা শাখার পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরদিকে রাত ২ টার সময় একই এলাকার শিবগঞ্জ বিশ্বরোড মোড় থেকে আরো একজনকে গ্রেফতার করি। দুই জনকে গ্রেফতার এর পর গোয়েন্দা শাখার পুলিশ তাদের কাছ থেকে ৬৫ (সত্তর) বোতল ফেন্সিডিল এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেন।
আসামি দুই জনই শিবগঞ্জ উপজেলার ১। মোঃ জুয়েল রানা (৩২) পিতা- মোঃ বশির আলী সাং-হাদিনগর থানা- শিবগঞ্জ জেলা-চাঁপাইনবাবগঞ্জকে শিবগঞ্জ থানাধীন হাদিনগর নদীর ধার থেকে ৬৫(পয়ষট্টি) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।
অপর আসামি ২। মো. আসাদুল ইসলাম, পিতা- মৃত রাজিবুল ইসলাম, সাং- রসুনচক, আইবিশ্বাসের টোলা থানা- শিবগঞ্জ জেলা-চাঁপাইনবাবগঞ্জকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বিশ্বরোড মোড় থেকে ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।