সরাইল উত্তরাঞ্চলের আমন ধান পানির নিচে। Shareপানির ঢলের পানিতে সরাইল উত্তরাঞ্চলের রোপা আমন ধানের খেত পানিতে তলিয়ে গেছে । উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের নতুন করে ডুবে গেছে ১৫ হাজার একর জমির আমন। পার্শ্ববর্তী গ্রাম দুবাজাইল, ঘুজিয়াখাইল,ফেদিয়ারকান্দির আরো ২০ হাজার একর জমির ধানের চারা পানির নিচে রয়েছে। এক সপ্তাহ পানিতে ডুবে থাকার পর ধানের বাড়ন্ত সবুজ শীষ হয়ে গেছে বিবর্ণ। কোথাও কোথাও তা কাদামাটির সঙ্গে লেপ্টে গেছে। ঘাম ঝরানো ফসলের এমন দৃশ্যে নির্বাক কৃষক। উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, ‘ আশা করছি, কয়েকদিনের মধ্যে পানি নেমে যাবে। তাহলে আমনের খুব একটা ক্ষতি হবে না। তবে পানি দীর্ঘদিন থাকলে ক্ষতি হতে পারে। অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া বলেন,’ ঢলের পানিতে আমার ইউনিয়ন ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিনাম জানা যাবে।