You are here
Home > বাংলাদেশ > চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের পক্ষ থেকে বিশেষ কল্যাণ সভার আয়োজন।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের পক্ষ থেকে বিশেষ কল্যাণ সভার আয়োজন।

Share

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে এক বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সকাল ১০:০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার জনাব এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম(বার) মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের সম্মানিত অভিভাবক জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়। ডি আইজি মহোদয় এই কল্যাণ সভায় সকল র‍্যাংকের পুলিশ সদস্যদের মৌখিক আবেদন শোনেন এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে মাননীয় ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে আইনশৃঙ্খলা ও অপরাধ বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এই বিশেষ অপরাধ সভায় ডি আইজি মহোদয় আপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Top