প্লাজমা দানে ঢাকার উদ্দেশ্য চাঁপাইনবাবগঞ্জ পুলিশের ১৩ সদস্য।

ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ১৩ জন সদস্য।
আজ ২১ সেপ্টেম্বর সকালে পুলিশ সুপার জনাব এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের প্লাজমা দানের জন্য চাঁপাইনবাবগঞ্জ পুলিশ অফিস থেকে বাস যোগে ঢাকার উদ্দেশ্য জেলা পুলিশের ১৩ জন সদস্যকে প্রেরণ করা হয়েছে। এই বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে আমাদের নিশ্চিত করেছেন।
এছাড়াও আরো বলেন, দেশের বিভিন্ন দুর্যোগ ও মহামারীতে সর্বদা মানুষের পাশে থাকছেন বাংলাদেশ পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ২০ জন সদস্য ইতোমধ্যে করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন। এদের মধ্যে আজ ১৩ জন প্লাজমা দান করেছেন।
বর্তমান সময়ে করোনা জয়ের জন্য যেমন বিভিন্ন পেশার মানুষ এগিয়ে এসেছে। তাদের মধ্যে বাংলাদেশ পুলিশের কার্যক্রম সত্যি প্রশংসনীয়। করোনা দুর্যোগকালীন সময় থেকে যেভাবে তারা নিজেদের জীবন বাজি রেখে করোনা যুদ্ধে সামিল হয়েছিল। তা অনেকাংশে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরিসীম ভূমিকা পালন করেছে।